বান্দরবানের লামায়
-67bd7086c394e.webp)
বান্দরবানের লামায় 'রিসোর্টে' অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকার রয়েল হিল রিসোর্টে অতিরিক্ত মদ্যপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে নুরুল আলম বন্ধুদের সাথে মিরিঞ্জা পর্যটন এলাকায় রয়েল রিসোর্টে ছিল।
পারিবারিক সূত্রে জানায়, নুরুল আলম রয়েল হিল রিসোর্ট মালিক রাসেল এর গাড়ি চালক। গতকাল রাতে সে তার বন্ধুদের সাথে রিসোর্টে ছিলো। সেখানে তারা অতিরিক্ত মদ্যপান করার কারণে নুরুল আলম হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়ে। অস্বাভাবিক অবস্থায় ভোর রাতে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরী বিভাগে তার মৃত্যু হয়।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুদ্দিন মো.মুরাদ জানান, অতিরিক্ত মদ্যপানে কারণে নুরুল আলমকে হাসপাতালে আনার পরে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে লামা থানাকে অবগত করা হয়। থানা পুলিশ হাসপাতাল আসতে দেরি হওয়ার কারণে মৃত ব্যক্তির বন্ধুরা জোর করে যুবকের লাশ চকরিয়া নিয়ে যায়।
এ বিষয়ে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এই বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর
আপনার অনুসন্ধানকৃত ডাটা খোঁজে পাওয়া যায়নি
